Home » সকালের দিকে থেকে হঠাৎ করে মেহেরপুরে প্রচন্ড শীতের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি

সকালের দিকে থেকে হঠাৎ করে মেহেরপুরে প্রচন্ড শীতের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি

কর্তৃক xVS2UqarHx07
167 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

“যদি বর্ষে মাঘের শেষ, ধ্বনি রাজার পুন্নি দেশ “অর্থাৎ মাঘ মাসের শেষদিকে বৃষ্টি হলে দেশের জন্য পূর্ণ বয়ে আনে। এটি একটি চিরন্তন প্রবাদ বাক্য। চিরন্তন এই প্রবাদ বাক্যটি সত্যি হোক আর না হোক মাঘ মাসের বাকি রয়েছে মাত্র ৯ দিন।

ঠিক তার পূর্বেই মেহেরপুরে প্রচন্ড শীতের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালের দিকে হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপর শুরু হয় মৃদু বাতাস। তারপরে বৃষ্টি। সকাল ৭টা থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলছে।

মানুষজন কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি শুরু হওয়ায় মানুষজন মূলত গৃহবন্দি হয়ে পড়েছে। যদিও বৃষ্টির গতি খুব বেশি নেই, তারপরও সকাল ৭টা থেকে শুরু হওয়া বৃষ্টি মানুষজন গৃহবন্দি হয়ে পড়ে। বৃষ্টির কারণে মেহেরপুরের প্রধান সড়কগুলো মূলত একেবারে জনমানবহীন হয়ে পড়েছে। নিতান্ত জরুরী কাজ ব্যতীত কেও ঘরের বাইরে বের হতে পারেনি।

যারা বের হয়েছে তারা কেউ কাকভেজা ভিজেছে, কেউ ছাতা হাতে নিয়ে বের হয়েছে। মাঝেমধ্যে দু’একটি ইজিবাইক চলাচল করলেও ইজিবাইক গুলোতে যাত্রীসংখ্যা খুব বেশি দেখা যায়নি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন