নিজস্ব প্রতিবেদক:
সরকারি বরাদ্দের অর্থে খাবার পেল মেহেরপুরের মুজিবনগরে হনুমান। বুধবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে হনুমানের দলকে খাবার হিসাবে বাদাম, কলা, পাউরুটি সহ অন্যান্য খাবার প্রদান করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার উপস্থিত থাকে হনুমানের দলকে খাবার প্রদান করা হয়। এ সময় মেহেরপুর বন বিভাগের কর্মকর্তা জাফরুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।
খাদ্যসংকটে মেহেরপুরের হনুমান শীর্ষক সরকারিভাবে প্রথম পর্যায়ে ৪৫ হাজার টাকা এবং পরবর্তীতে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম বরাদ্দের ৪৫ হাজার টাকার খাদ্য হনুমান দের মাঝে প্রদান করা হচ্ছে। এদিকে দ্বিতীয় দফায় বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা টেন্ডার সম্পন্ন হয়েছে বলে জাফর উল্লাহ জানান। বুধবার দুপুরের দিকে আঞ্চলিক বন কুষ্টিয়া কর্মকর্তার কার্যালয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ সম্পন্ন করা হয়েছে।