চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) সকালে উপজেলার পরিষদ চত্বরে কৃষকদের মাঝে
উন্নত জাতের ভুট্টার বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে অর্থনীতি বাচবে।
এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তৃণমূল কৃষকদের মাঝে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে শুধু তাই নয় প্রতিটি গ্রামের মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে যাবেন এবং সমস্যা চিহ্নিত করে তার সমাধান দেয়ার চেষ্টা করবেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়নের কৃষি কর্মকর্তা বৃন্দ। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরনব্বী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি এবং সাংবাদিক বিন্দু প্রমুখ