Home » সাংবাদিক খান মাহমুদ আল রাফি এখন দেশসেরা। 

সাংবাদিক খান মাহমুদ আল রাফি এখন দেশসেরা। 

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

আমঝুপি অফিস:

 

তৃনমূল সাংবাদিক খান মাহমুদ আল রাফি এখন দেশসেরা।

মেহেরপুরে সাহসী সাংবাদিকতার মডেল রাফি।

 

দৈনিক কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি রাফিকে পুরস্কৃত করেছে কালবেলা কর্তৃপক্ষ।

 

রাফির “রাজধানী মেহেরপুর, হেডকোয়ার্টার রাশিয়া ” শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন টির জন্য তাকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

 

৯ ফেব্রুয়ারী রবিবার বিকেলে দৈনিক কালবেলা প্রধান কার্যালয়ে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ কালে পত্রিকাটির সম্পাদক সন্তোষ শর্মা, উপ সম্পাদক দীপংকর লাহিড়ী, যুগ্ন সম্পাদক আলাউদ্দিন আরিফ, হেড অব নিউজ কবির হোসেন সহ প্রতিষ্ঠানটিতে কর্মরত সিনিয়র ও স্টাফ রিপোর্টার গন উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন