নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমিকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মেহেরপুরের গাংনী প্রেসক্লাব। আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে গাংনী প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রমজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মোঃ মাহাবুব আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি ৭১ টিভি ও যায়যায়দিন প্রতিনিধি মজনুর রহমান আকাশ, আরটিভি ও রেডিও টুডের জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, বিজয় টিভি ও সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলা টিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি আকতারুজামান, শিক্ষাবার্তার সহযোগি সম্পাদক এস এম রফিকুল আলম বকুল, আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি জুরাইস ইসলামসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় ডালিমের উপর হামলকারীদের দ্রুত আইনে বিচার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ । যাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেউ এমন বর্বরোচিত হামলা করতে না পারে।
উল্লেখ্যে
চুয়াডাঙ্গায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর সশস্ত্র হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমারজেন্সি সড়কে অবস্থিত আব্দুল্লাহ সিটি শপিং কমপ্লেক্সের সামনে প্রথম দফা ও চুয়াডাঙ্গা সদর হসাপতালের জরুরি বিভাগে দ্বিতীয় দফা এ হামলার ঘটনা ঘটে। আব্দুল্লাহ সিটি কমপ্লেক্সের সামনে প্রথম দফায় গুরুত্বর জখম হয়ে সাংবাদিক ডালিম সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। পরে সেখানে রাত সাড়ে আটটার দিকে আবারও চিকিৎসাধীন অবস্থায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত হয়ে শক্ত অবস্থান নিলে কঠোর পুলিশি প্রহরায় জরুরি বিভাগে সাংবাদিক ডালিমের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়