Home » সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেপ্তার।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেপ্তার।

কর্তৃক xVS2UqarHx07
86 ভিউজ

আব্দুল হামিদ , বার্তা সম্পাদকঃ

 

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজাইনার মামলায় আদালতে হাজিরা দিতে এসে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ছাত্রদের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় জুয়েল রানা এর আদালতে আত্মসমর্পণ করলে, তিনি জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

 

মামলার বিবরনে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ শে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে একটি মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়। মামলা নং-২০, তারিখ: ২৮/০৮/২৪ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, তারিখ: ১৯/০৮/২৪ ধারা-সন্ত্রাস বিরোধী আইন২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩।

০ মন্তব্য

You may also like

মতামত দিন