Home » সাবেক জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরে আসলে দেয়া হতো গার্ড অব অনার কিন্তু কারাগারে পাঠানোর সময় দেওয়া হল ডিম অব অনার।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরে আসলে দেয়া হতো গার্ড অব অনার কিন্তু কারাগারে পাঠানোর সময় দেওয়া হল ডিম অব অনার।

কর্তৃক xVS2UqarHx07
11 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরে আসলে দেয়া হতো গার্ড অব অনার কিন্তু কারাগারে পাঠানোর সময় দেওয়া হল ডিম অব অনার।

 

আওয়ামী লীগ সরকার আমলে মন্ত্রী থাকাকালীন সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে আসলে দেয়া হতো গার্ড অব অনার। কিন্তু সরকার পতনের পর বিভিন্ন মামলার আসামি হওয়ায় তাকে ঢাকা থেকে আটকের পর মেহেরপুর আদালতে হাজির করে কারাগারে পাঠানোর সময় তাকে দেওয়া হল ডিম অব অনার।

 

সোমবার দুপুরের দিকে জেলা জজ কোট থেকে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম বৃষ্টি নিক্ষেপ করা হয়। সকাল দশটার পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এবং বড় ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়।

 

আদালতে শুনানি শেষে বেলা ১২ট ৩০ মিনিটের দিকে তাকে আদালত ভবন থেকে নিচে নামানোর সময় বাইরে অপেক্ষমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন সহ ডিম নিক্ষেপ করে। এসময় সেখানে সেনাবাহিনীর র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

 

 

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফরহাদ হাসানকে আদালত ভবনের নিচ তলায় হাজতখানে রাখা হয়। দুপুর পৌনে দুইটার সময় একটি প্রিজন ভ্যান আদালত ভবনের মূল ফটকের সামনে থেকে আদালত ভবনের পিছন দিকের গেটের সামনে নেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ব্যারিকেড সৃষ্টি করে যাতে করে সাবেক মন্ত্রীর কাছাকাছি কেউ যেতে না পারে। পরে আবারো সিদ্ধান্ত বদল করে প্রিজন ভ্যানটি আদালতের মূল ফটোকের সামনে নেয়া হয়।

 

ঘড়ির কাঁটায় ঠিক দুইটার সময় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এবং বড় ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে কঠোর নিরাপত্তা মূলক ব্যবসার মধ্য দিয়ে কয়দিখানা থেকে প্রিজন ভ্যানে তোলা হয়।

 

আদালত ভবনের মূল ফটক পেরিয়ে দ্রুত প্রিজন ভ্যানে ওটার আগ মুহূর্তে সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে অসংখ্য ডিম ছোড়া হয়। জনতার সারী থেকে নিক্ষিপ্ত ডিম গুলো সাবেক মন্ত্রী সামনে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের গায়েও মাথায় লাগে। এসময় তিনজনকে দ্রুত প্রিজন ভ্যানে তোলা হয়। ওই সময় অনেককে বলতে শোনা যায়, মন্ত্রী হিসেবে মেহেরপুর আসলে তাকে দেয়া হতো গার্ড অব ওনার। আর এখন দেয়া হলো ডিম অব অনার।

০ মন্তব্য

You may also like

মতামত দিন