আমঝুপি অফিস:
সারা দেশের ন্যায় মেহেরপুরেও এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার মেহেরপুরে ১৩ টি কেন্দ্রে ৭ হাজার ৯৬১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিন আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা ১৩ টি কেন্দ্রে একযোগে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়।
মেহেরপুর জেলায় ১৩ টি কেন্দ্রে ৭ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৯৫ জন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮০২ জন।আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৫ জন।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৭৮ জন।গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৮৬ জন।বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯৬ জন।জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩০ জন। মুজিব নগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৮০ জন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০১ জন। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৯৬ জন।
বেতবারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৭১ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭১ জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৩৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় ৩৬৫ জন। এবং গাংনী থেকে ২০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সাধারণত সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার বেলা ১১টায় দুই ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে। যানজট এড়াতে সময় পেছানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসনে বসতে হবে। তবে কেউ দেরি করলে প্রবেশপথে সংরক্ষিত রেজিস্টারে কারণ লিখে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে।