Home » সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে বাঁশবাড়িয়া একাদশ

সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে বাঁশবাড়িয়া একাদশ

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

চতুর্থ রেফারি টুটুল বিলবোর্ড হাতে দাঁড়িয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করছিলেন। যার অর্থ ছিল অতিরিক্ত সময়ের খেলা আরো ৬ মিনিট অনুষ্ঠিত হবে। ৬ মিনিট অতিরিক্ত সময়ের খেলায় ৩ মিনিট খেলা শেষ হয়ে গেছে। বাকি রয়েছে আর ৩ মিনিট। ঠিক সেই মুহুর্তে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাঁশবাড়িয়া একাদশের রাব্বি ফ্রি কিক নিতে এগিয়ে আসলেন। মেসি কায়দায় ফ্রি-কিক থেকে দারুন আরো একটি গোল। অর্থাৎ অতিরিক্ত সময়ে গোলের ব্যবধানে দ্বিগুনের পরিণত করে জয় উল্লাসে ফেটে পড়ল বাঁশবাড়িয়া ফুটবল একাদশ।

সেই সঙ্গে সঙ্গে সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালের নাম লেখালো বাঁশবাড়িয়া একাদশ। সোমবার অনুষ্ঠিত ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া একাদশ শেষ পর্যন্ত ২-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীকে পরাজিত করে। এর আগে প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় দলের পক্ষে খালিদ গোল করে নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিলেন। শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের খেলায় গোলের ব্যবধান দ্বিগুণ এ পরিণত করেন। অবশ্য আমঝুপি পাবলিক লাইব্রেরী তাদের প্রাপ্ত সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে খেলার চিত্র পাল্টে যেত। কেননা তাদের একাধিক শট কখনো বারে লেগে, কখনো গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তারা ০-২ গোলে পরাজিত হয়।

এর আগে বাঁশবাড়িয়া রাব্বি প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের এক খলোয়াড়ের সাথে ধাক্কা লেগে তার বাম চোখের উপরের অংশ কেটে যায়। তাৎক্ষণিক তাকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। এঅবস্থায় রাব্বি খেলায় অংশগ্রহণ করেন। বিরতির পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল থেকে ঘুরে আবারও ব্যান্ডেজ বাঁধা নিয়েই খেলতে নামেন। এবং তার দেওয়া গোলেই নিশ্চিত জয় নিয়ে বাঁশবাড়িয়া সেমিফাইনালের নাম লেখায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন