সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় প্রবাসীর উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ আটগাও ইউনিয়নের শশারকান্দা গ্রামস্হ সুরমা নদীর ডান তীরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরুদের জের ধরে গত ২৬ জানুয়ারি সকালে প্রবাসী সাকিবুল হাসান (২৮) স্হানীয় শ্যামারচর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মধ্যে প্রতিপক্ষ মালেক মিয়ার হুকুমে কাচাই মিয়া, এনামুল মিয়া, ইমরান মিয়া, কামরুল মিয়া,গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বপ্নের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল খালেক, সাত্তার মিয়া, মাওলানা রায়হান মিয়া, রাকিবুল ইসলাম, শাহআলম, জলিল মিয়া, চান মিয়া, খলিল মিয়া, সামাদ মিয়া, সাব্বির মিয়া, নবাব মিয়া, ফজর বানু, আকলিমা বেগম, সামছুজ্জামান, বিউটি বেগম, সুজন মিয়া, সুমন মিয়া, রোপন মিয়া, সিরাজ মিয়া, তরিকুল ইসলাম প্রমুখ। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই ছাত্তার মিয়া শাল্লা থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।