Home » সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ ঘোষনার, চালু রাখার দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ ঘোষনার, চালু রাখার দাবীতে মানববন্ধন

কর্তৃক xVS2UqarHx07
195 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধের ঘোষনার প্রতিবাদে এবং বৈধ লাইসেন্স দিয়ে চালু রাখার দাবীতে মালিক শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো-রিক্সা-মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মালিক ও শ্রমিকরা অংশগ্রহন করেন।

জেলা ব্যাটারী চালিত অটো-রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আবুল মনসুর জমশেদ এর সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আল আমীন,মো. রফিকুল ইসলাম,আরাধন সরকার,মো. তোরাব আলী সুমন,মো. সেলিম মিয়া,মো. মজাহিদ মিয়া,মোস্তাক আহমেদ ও শহীদ মিয়া প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে গত ২৫ ডিসেম্বর শহরে মাইকিং করে আগামী পহেলা জানুয়ারী ২০২২ ইং তারিখ হতে শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তারা বলেন,এই শহরে প্রায় ৫ শতাধিক ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক শ্রমিকদের সাথে তাদের পরিবারের ৪/৫ হাজার সদস্যদের জীবন জীবিকা নির্ভর করছে। তাদের পেঠে লাথি মারার জন্য এমন উদ্যোগ তারা মেনে নিতে পারছেন না। এই অটোরিক্সা বন্ধ করা হলে ৫ শতাধিক মালিক ও শ্রমিকরা বেকার হলে তাদের পরিবারের ৪/৫ হাজার লোকজন না খেয়ে অনাহারে অর্ধহারে মরতে হবে। তারা ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে টাকা এনে এই ব্যাটারী চালিত অট্রোরিক্সা ক্রয় করেন এবং কিস্তির সম্পূর্ণ টাকা এখনো পরিশোধ করতে পারেনি। এই ব্যাটারী চালিত অট্রোরিক্সাগুলো বন্ধ না করে পৌরসভার মাধ্যমে একটি নীতিমালা প্রনয়ন করে লাইসেন্সের মাধ্যমে প্রতিটি অটোরিক্সা চালু রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পৌরসভার মেয়র নাদের বখতের প্রতি জোর দাবী জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন