সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। ১৩ই ডিসেম্বর সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আনুষ্টানিকভাবে কেক কাটার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।উৎসব অনুষ্টানে উপজেলার সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধি,সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে ওয়ার্ল্ডভিশন প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুরমু এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।স্বাগতিক বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু,ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তা আজিজুল হক,শিশু প্রতিনিধি ইতিমনি প্রমূখ।