Home » সুনামগঞ্জ সীমান্ত ভারতীয়,মদ কয়লা(১০পিস) ইয়াবাসহ (এক জন)

সুনামগঞ্জ সীমান্ত ভারতীয়,মদ কয়লা(১০পিস) ইয়াবাসহ (এক জন)

কর্তৃক xVS2UqarHx07
267 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয়, মদ এবং কয়লা(১০পিস) ভারতীয় ইয়াবাসহ এক জন আটক।

সুনামগঞ্জ জেলার
দোয়ারাবাজার উপজেলায়
বাগানবাড়ী বিওপির টহল দল ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ১২:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে (১১৯ বোতল) ভারতীয় মদ আটক করে, যার সিজার মূল্য ১,৭৮,৫০০/- টাকা।

অপর দিকে
তাহিরপুর উপজেলার
চারাগাঁও বিওপির টহল দল ০২:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৫/৮-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে (৭০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ৯,১০০/- টাকা।

একই জেলা
বিশ্বম্ভরপুর উপজেলার
চিনাকান্দি বিওপির টহল দল ০৫:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (২৯ বোতল) ভারতীয় মদ আটক করে, যার সিজার মূল্য ৪৩,৫০০/- টাকা।

একই উপজেলার
মাছিমপুর বিওপির টহল দল ১৩ ফেব্রুয়ারি সোমবার ১১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৭/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর নামক স্থান হতে ১০ পিস ভারতীয় ইয়াবাসহ (এক জন) আসামী। উক্ত আটককৃত হলেন মাছিমপুর গ্রামের মো:আকবর আলীর ছলে মো:মানিক মিয়া(৩৯)আটক করে।
যার সিজার মূল্য ৩,০০০/- টাকা।

অপরদিকে তাহিরপুর উপজেলার
লাউরগড় বিওপির টহল দল ১৩ ফেব্রুয়ারি ৯:৫০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকছেদপুর নামক স্থান হতে (২৪ বোতল) ভারতীয় মদ আটক করে, যার সিজার মূল্য ৩৬,০০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক
মোঃমাহবুবুর রহমান,
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

ভারতীয় ইয়াবাসহ আটককৃত আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বমোট সিজার মূল্য ২,৭০,১০০/- টাকা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন