মেহেরপুর প্রতিনিধি:
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক, নুরুল আহমেদ প্রমূখ। এর আগে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।