Home » স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন

কর্তৃক xVS2UqarHx07
109 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ট্যাব বিতরণের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণের উদ্বোধন করেন।জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল আলম।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল জব্বার, প্রধান শিক্ষক স্বাশ্বত নিপন চক্রবর্তী,সিউল ইয়াসমিন খুশি,আবরার ফাহাদ। পরে মেরে তো সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫৫ জন এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন