নিজস্ব প্রতিবেদক:
সড়কে শৃঙ্খলা ফেরাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বামন্দী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গাংনী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। আদালত সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি, মোটরসাইকেল ও বাস মালিকসহ ছয়জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।