নিজস্ব প্রতিবেদক:
এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেরপুরের মেয়ে উমামা জোয়ার্দার কুমিল্লার চান্দিনায় নিহত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর), দুপুরের দিকে উমামা তার ভাই মামুন জোয়ার্দারের সঙ্গে মোটরসাইকেলযোগে নোয়াখালী থেকে গ্রামের বাড়ি মেহেরপুর আসছিলেন। পথিমধ্যে কুমিল্লা জেলার চান্দিনায় পৌঁছলে পিছন থেকে ঢাকাগামী একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন উমামা জোয়ার্দার। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার ভাই মামুন জোয়ার্দার।
স্হানীয় জনতা আহত অবস্থায় মামুনকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায়, নিহত উমামা জোয়ার্দার মেহেরপুরের জাহাঙ্গীর জোয়ার্দার ও আসমা বেগমের একমাত্র কন্যা। তারা হিজবুত তাওহীদের পুরানো সদস্য বলেও একটি সূত্র জানিয়েছে।
নিহত উমামা নোয়াখালী জেলার চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী ছিলেন। সবেমাত্র পরীক্ষা সম্পন্ন করে ভাইয়ের সাথে বাড়ি যাওয়ার সময় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
মহান আল্লাহ তায়া’লা উমামাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোক আহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। আমীন