তথ্য প্রযুক্তি ডেস্কঃ
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার রাত ৯টার পর থেকে বাংলাদেশে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
ভারতীত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের বেশ কিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়েছে।
এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা, যার ফলে বিপাকে পড়েছেন তারা।
এদিকে ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।
তথ্য সূত্রঃ বাংলাদেশ জার্নাল