Home » হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনির মৃত্যু”

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনির মৃত্যু”

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর এক টার দিকে মেহেরপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত বিল্ডিং এর তৃতীয় তলায় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিজানুর রহমান জনি মেহেরপুর শহরের বোসপাড়ার মতিয়ার রহমান খোকনের (খোকন স্টুডিও) ছেলে। তিনি মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি, এবং অনলাইন নিউজ প্রোর্টাল মেহেরপুর প্রেস এর প্রকাশক ও সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোখলেছুর রহমান পলাশ বলেন, মিজানুর রহমান জনি মাইয়ো কার্ডিয়াক ইনফেকশনে ( সিভিআর -হার্ট এ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব মেহেরপুর জেলা শাখার সকল সদস্য সহ মেহেরপুর জেলার সকল কর্মরত সাংবাদিকগণ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(মিজানুর রহমান জনির জানাযার নামাজ আজ রাত ১১:০০ টার সময় শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ)

০ মন্তব্য

You may also like

মতামত দিন