Home » হৃদয় আমঝুপি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তকে আর্থিক অনুদান প্রদান

হৃদয় আমঝুপি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তকে আর্থিক অনুদান প্রদান

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা হৃদয় আমঝুপি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত এক বোনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ শুক্রবার সকাল দশটার সময় হৃদয় আমঝুপি স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব কার্যালয় এই আর্থিক অনুদানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপত হাসানুজ্জামান (বিপলূ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহিৱ হোসেন চঞ্চল।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, কোষাধক্ষ্য আলামিন, প্রচার সম্পাদক জনিরুল ইসলাম, আর্থিক অনুদান গ্রহণ করেন ক্যান্সার আক্রান্ত চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের ক্যান্সার আক্রান্তের পক্ষ থেকে মুফতি মাওলানা শামসুল ইসলাম খতিব আমঝুপি উত্তর পাড়া জামে মসজিদ তিনি নিয়ে থাকেন। সংগঠনের সভাপতি বলেন এই সামান্য আর্থিক অনুদান দিয়ে ক্যান্সার আক্রান্ত বোনকে খরচ জোগানো সম্ভব হবে না যদি এই বোনটার পাশে কেউ দাঁড়াতে চান স্কিনে বিকাশ নাম্বার দেয়া হল-01914675595 অথবা 01911 66079 এই নম্বরে যোগাযোগ করলে ক্যান্সারাক্রান্ত বোনের সহযোগিতা আহ্বান করেছেন পরিবারের পক্ষ থেকে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন