নিজস্ব প্রতিবেদক:
মানুষ জনের চরম দুর্ভোগ। অধিকাংশ মানুষ গৃহবন্দি হয়েছিলেন। শুক্রবার সকাল থেকে শুরু করে সারাদিনে ছিল মেঘলা আকাশ। শনিবারও তার ধারাবাহিকতায় মেঘলা আকাশের পর শুক্রবার বৃষ্টিপাত না হলেও শনিবার দিনভর বৃষ্টিপাত হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি গড়নের বৃষ্টিপাতের কারণে বাইরে বের হওয়া মানুষজন চরম দুর্ভোগ পোহাতে হয়। নিতান্ত কাজ ছাড়া মানুষ বাইরে বের হয়নি। যারা বের হয়েছে তারা কাকভেজা ভিজে বাড়িতে রওনা দিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেহেরপুরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ও শনিবার সূর্যের আলো দেখা যায়নি। গুড়ি গুড়ি বৃষ্টি সহ কখনো মাঝারি গড়নের বৃষ্টি হওয়ায় মেহেরপুরের অনেক অঞ্চলে পানি জমতে দেখা গেছে।