আজকের মেহেরপুর ডেস্ক:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুজিবনগর আম্রকান শেখ হাসিনা মঞ্চের সামনে মুজিবনগর দিবস প্যারেড অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বাহাউদ্দিন নাছিম দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্যারেডের সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ব্যাটালিয়ন,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ,মুজিবনগর সরকারী শিশু পরিবার বালিকা,মেহেরপুর সরকারি শিশু পরিবার বালক দল কুচকাওয়াজে অংশ গ্রহণ করে।
এসময় মঞ্চে অন্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) অপু সরোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন।