Home » ২৪ঘন্টায় মেহেরপুরে ৮ জনের পজেটিভ সনাক্ত

২৪ঘন্টায় মেহেরপুরে ৮ জনের পজেটিভ সনাক্ত

কর্তৃক xVS2UqarHx07
248 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

২৪ঘন্টায় মেহেরপুরে কোভিড-১৯, নতুন প্রাপ্ত রিপোর্ট -১১৯টি, পজেটিভ-৮টি, কিন্তু নতুন কোন মৃত্যু- নাই

মঙ্গলবার (৩১/০৮/২১ইং) রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন অফিস, মেহেরপুর। (ফেবু) আইডি সূত্রে আরও জানা গেছে,
নতুন প্রাপ্ত রিপোর্ট হলো- -১১৯ (পিসিআর ল্যাব-৮৫, এন্টিজেন-২৬, জিন এক্সপার্ট-৮) টি । নতুন পজেটিভ-৮ টি (সদর-৪, গাংনী-৩, মুজিবনগর-১) ।

মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ১৩৮। (সদর-৬৩, গাংনী-৫৬, মুজিবনগর -১৯) জন। মৃত্যু – ১৭৭ জন (নতুন ০ জন মারা গেছেন)। (সদর-৮২, গাংনী- ৫৬, মুজিবনগর -৩৯)। সুস্থ্য-৪২৫০ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬ জন [ সদর-১৯৩৫, গাংনী -১৭০১, মুজিবনগর-৬১৪] ট্রান্সফার্ড- ১২০ জন। (সদর- ৭৭, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)।

সবাই সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে এবং সতর্ক থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন