নিজস্ব প্রতিনিধি:
দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৫৬৬ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো বিজ্ঞপ্তি মতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০জন।
গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।
সূত্রঃ বার্তা বাজার