৭১’র চেতনা এর মেহেরপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলার আহবায়ক বায়েজিদ বোস্তামী ও সদস্য সচিব মৌসুমী খাতুন নির্বাচিত হয়েছেন।
মেহেরপুর জেলায় প্রথমবারের মতো ৭১’র চেতনা নামক একটি মুক্তচিন্তার সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৭১’র চেতনা’ এর কেন্দ্র পরিষদের পক্ষ থেকে মেহেরপুর জেলাতে ০৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন বায়েজিদ বোস্তামী এবং সদস্য সচিব মৌসুমী খাতুন।
৭১’র চেতনা একটি মুক্তচিন্তার সামাজিক সংগঠন।এই সংগঠনটির কেন্দ্রীয় পরিষদে বর্তমান সভাপতি ড.বাহাউদ্দীন গোলাপ সাধারণ সম্পাদক শবনম জেবিন কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুর জেলাতে ০৯ সদস্য বিশিষ্ট অনুমোদন দেওয়া হয়। এছাড়াও এই ০৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বাদশা খান(অনার্স দ্বিতীয় বর্ষ), হাবিবুর ইসলাম অনার্স দ্বিতীয় বর্ষ, মাসুদুর রহমান ইন্টার সেকেন্ড ইয়ার, আব্দুল আলিম ইন্টার ফাস্ট ইয়ার, মোঃ হাবিবুল্লাহ ইন্টার ফাস্ট ইয়ার, রাফিউদ্দিন ইন্টার সেকেন্ড ইয়ার, সোহেল রানা ইন্টার ফাস্ট ইয়ার।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিকদার শাহিদুজ্জামান সবুজ বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এই সংগঠনের আহবায়ক কমিটি ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে অন্যান্য জেলার পাশাপাশি মেহেরপুর জেলাতে এই সংগঠনের আহবায়ক কমিটির ঘোষণা দেন।
৭১’র চেতনা সংগঠনের মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট