নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগ মেহেরপুর শহর সহ সদর উপজেলার গোভীপুরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর ভাবে জিলাপি, মিষ্টি ও অন্যান্য খাদ্য পণ্য তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের থানা সড়কে মেসার্স সায়েম মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে জিলাপি, মিষ্টি ও অন্যান্য খাদ্য পণ্য তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৬ হাজার টাকা, মেসার্স কালাম হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরাভাবে খাবার তৈরির অপরাধে ৪৩ ধারায় ১ হাজার টাকা।
সদর উপজেলার গোভিপুরে মেসার্স ভাই ভাই স্টোরকে মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায় ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা।মেসার্স রাজন স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম মেহেরপুর পুলিশের একটি দল অভিযানের সহযোগিতা করেন।