নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে ২টি বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোজা বার ঠাই নেই পরিবারের। পরনের বস্ত্র ছাড়া সবকিছুই ভয়াবহ আগুনে পুড়ে যায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ওই গ্রামের সেলিম ফকিরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে মো:শাহীন আলীর বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় বাড়িতে রাখা ফ্রিজ, টেলিভিশন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়, কিন্তু আগুনের তীব্রতায় ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে ২টি ঘর সহ ঘরে রাখা সমস্ত জিনিসপত্র পড়ে ছাই হয়ে যায়।