আমঝুপি অফিসঃ
আমঝুপি বাজারে শরিফ মার্কেটে গত রাতে চুরির ঘটনা ঘটেছে।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে শরিফ মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এলাকা সূত্রে জানা যায়, আমঝুপি বাজারের উত্তর সরণি রোড শরীফ মার্কেটে গত রাতে দুইটি দোকানে চুরি হয়েছে! রাসেল টেলিকম ও শহিদুলের চায়ের দোকানে। রাসেল টেলিকম এর স্বত্বাধিকারী রাসেল বলেন, ১৭টা মোবাইল- মিনিট কার্ড নগদ টাকা বেশ কিছু ইয়ারফোন চুরি হয়ে গেছে এর আনুমানিক মূল্য ২৮ থেকে ৩০ হাজার টাকা। চায়ের দোকানদার শহিদুল ইসলাম বলেন, তার দোকান থেকে ২০০০ টাকা সমপরিমান মূল্যের সিগারেট ও নগদ ২০০ টাকা চুরি হয়েছে- সাংবাদিকদের শহিদুল ইসলাম বলেন, গত রাতে দোকানের পেছন দিক থেকে হার্ডবোর্ড ভেঙ্গে চোররা চুরি করেছে তবে কয়জনকে সন্দেহের তালিকায় রেখেছি। প্রমাণ করতে পারলেই তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা হবে।