Home » গাংনীতে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক

গাংনীতে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক

কর্তৃক xVS2UqarHx07
173 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে মোবাইলে টাকার ভূঁয়া ম্যাসেজ দিয়ে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

প্রতারিত গাংনী বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ি হাবিবুর রহমান রবিবার বিকেলে গাংনী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

প্রতারিত হাবিবুর রহমান জানান, শনিবার বিকালের দিকে নিজেকে একজন ব্যবসায়ী পরিচয় দিয়ে ০১৮৭৫ ০৮৪৪০০ মোবাইল ফোনে কল দিয়ে বলেন আমার এই নাম্বারে আমার টাকা আছে, আমি আপনার বিকাশে দিয়ে দিচ্ছি। আপনি আমার ০১৯১৩৫৬৯৬৩৯ পার্সোনাল বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা দেন। আমি ম্যাসেজ দেখা মাত্র আমার বিকাশ এজেন্ট ০১৭৮০৯৮৮৭৭৭ থেকে ১২ হাজার ও একই নাম্বরের নগদ এজেন্ট থেকে ১৩ হাজার টাকা প্রদান করি। এরপর ম্যাসেজ চেক করে দেখি ভূঁয়া ম্যাসেজ। সাথে সাথে ওই প্রতারক তার ব্যবহৃত মোবাইল নং দুটিও বন্ধ করে ফেলে। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন