মেহেরপুর প্রতিনিধি:
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ঐতিহাসিক ৭ ই মার্চ জাতীয় দিবস পালন করেছে।
সোমবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন এবং পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পৌরসভা নেত্রী রোকসানা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।