মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে মুক্তাদির রহমান কাজল (৩২) নামের যাবত জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃত কাজল গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলাম ভেরিওয়ালার ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বামন্দি পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানার মালিহাদ এলাকা থেকে তাকে আটক করে।
গাংনী থানা সূত্রে জানা যায়, মুক্তাদির রহমান কাজলের বিরুদ্ধে ২০১৬ সালের ১১ মার্চ ঢাকার দারুস সালাম থানায় একটি মাদক মামলা হয়। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ২০২১ সালে আদালত তাকে যাবত জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়। ওই মামলার রায়ের পর থেকে কাজল পলাতক ছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক পলাতক আসামী মুক্তাদির রহমান কাজলের আটকের বিষয়টি নিশ্চিত করছে।