নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি এবং কাজলা নদী পুনঃখননের লক্ষ্যে কাজলা নদী পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি আমঝুপি কাজলা নদী পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুল রশিদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান অমিতাভ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আব্দুল হেকিম,কুষ্টিয়া পাওয়ার সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা প্রসেস অফ ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুলিশ সুপার রাফিউল আলম প্রতিমন্ত্রীদ্বয়ের সাথে ছিলেন।