নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুরের গাংনী উপজেলায় বামুন্দী আইসি ক্যাম্প পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পুলিশ সুপার রাফিউল আলম বামুন্দি ক্যাম্পে পৌঁছালে ক্যাম্প ইনচার্জ এসআই শরীফ হাবিব তাকে স্বাগত জানান।
পরে পুলিশ সুপার ক্যাম্পের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন।