Home » মুজিবনগর উপজেলায় বেনা গাড়ির মাঠে মাটি কাটা (এক্সেভেটর) মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মুজিবনগর উপজেলায় বেনা গাড়ির মাঠে মাটি কাটা (এক্সেভেটর) মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কর্তৃক xVS2UqarHx07
214 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের মহাজনপুর বেনা গাড়ির মাঠে মাটি কাটা (এক্সেভেটর) মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এক্সেভেটর মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এক্সেভেটরের মালিক রশিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান রোকন। এক্সেভেটর ড্রাইভার সেলিম মোল্লা বলেন, মেশিনটিতে আগুন দিয়ে ধরে দেওয়ায় আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজা মিয়া নামের এক ব্যাক্তি বলেন, এলাকার লোকজন ফোন দিয়ে বলে গাড়িটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমরা তাৎক্ষণিক এসে দেখি গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। সকলে মিলে ভৈরব নদের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে গাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে। শুধুমাত্র গাড়ির বডি অবশিষ্ট রয়েছে। গাড়িটি শুক্রবার রাতে এখানে এনে রাখে। তার একদিন পরেই কে বা কারা আগুন ধরিয়ে মেশিনটি পুরো নষ্ট করে ফেলে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন