Home » সাবেক সংসদ সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম সহিউদ্দিনের বিশ্বাসের আজ ৩২ তম মৃত্যুবার্ষিকী

সাবেক সংসদ সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম সহিউদ্দিনের বিশ্বাসের আজ ৩২ তম মৃত্যুবার্ষিকী

কর্তৃক xVS2UqarHx07
166 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম সহিউদ্দিনের বিশ্বাসের আজ ৩২ তম মৃত্যুবার্ষিকী।

১৯৯০ সালের আজকের এই দিনে সহিউদ্দন বিশ্বাস মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সরকারের সংগঠক, সংসদ সদস্য, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক। তিনি ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গভর্নর নিযুক্ত হন সহিউদ্দীন বিশ্বাস। অবিভক্ত ভারতের তেহট্ট থানার বেতাইলাল বাজারে তিনি

১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ ইয়াকুব হোসেন বিশ্বাস। দেশ বিভাগের পরপরই সহিউদ্দিন বিশ্বাস মেহেরপুরে এসে স্থায়ীভাবে বসবাস করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই দলের সাথে জড়িত । তিনি ষাটের দশকে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এবং ছয় দফা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১৯৭০ সালে মেহেরপুর থেকে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে প্রবাসী বাংলাদেশ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হন।

এবং ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গর্ভনর নিযুক্ত হন। অনন্য ব্যক্তিত্বের অধিকারী সহিউদ্দিন বিশ্বাস পঞ্চাশের দশকে ছাত্রজীবনে রাজনীতি শুরু করেন। ব্যক্তিগত জীবনে নিরহঙ্কারী তাঁর সততা ও ত্যাগের জন্য বৃহত্তর কুষ্টিয়া জেলায় সর্বজনপ্রিয় ছিলেন। এদিকে মরহুম সহিউদ্দীন বিশ্বাসের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বিভিন্নভাবে দিনটি পালন করা হবে। এ উপলক্ষে সহিউদ্দিন ডিগ্রী কলেজে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন