Home » গাংনীতে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গাংনীতে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কর্তৃক xVS2UqarHx07
198 ভিউজ

গাংনী প্রতিনিধি এস এম তারেক:

মেহেরপুরের গাংনীর অলিনগর গ্রামের পিয়ারুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পিয়ারুল ইসলাম উপজেলার অলিনগর গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।

অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পিয়ারুল ইসলামের চাচাতো ভাই রিগেন জানান,গরুর গোয়ালে মশা তাড়ানোর জন্য কয়েল দেয়া হয়েছিল।পরে ওই আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়ে বাড়িতে।আগুনে গোয়াল ঘরে থাকা একটি গরু ও দুটি ছাগল পুড়ে আহত হয় এবং বাড়িতে রাখা মালামাল পুড়ে যায়।এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইসাহক আলী জানান,উপজেলার অলীনগর গ্রামের পিয়ারুলের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।তবে আগুনে পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।বর্তমানে উপজেলার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গোয়াল ঘরের মশার কয়েল থেকে। তাই সকলকে সচেতন থাকা দরকার।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম জানান,ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সহায়তা প্রদান করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন