আমঝুপি অফিস:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ঘুম থেকে উঠে রাস্তায় ব্রাশ করতে বের হলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-উ-১১-২১৬৭) এসে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহা-দারা-খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের পুরাতন দরবেশপুর এলাকার একই স্থানে গত বৃহস্পতিবার(২৪মার্চ) সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কা দিয়ে ড্রাইভার ও হেলপার সহ ২জন নিহত হন।