আমঝুপি অফিস:
আসসালামু আলাইকুম ! সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারাকবাদ।
ইনশাআল্লাহ প্রতি বছরের মত এই বছরেও বর্তমান দেশের পরিস্থিতি, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ”#আমঝুপি_শিশু_কিশোর_সংগঠন” বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। সেগুলো হচ্ছে-
১।পুরো রমজান মাস জুড়ে পবিত্র মাহে রমজানের ডাক ও প্রশ্ন উত্তর পর্ব (অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৪টায় আজকের মেহেরপুর ফেসবুক পেইজ ও ১৭ মেহেরপুর টিভি ফেসবুক পেইজে লাইভ চলবে)।
২। ঈদুল ফিতরের আগে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ।
৩। পুরো রমজান মাসব্যাপী অসুস্থ ব্যাক্তি, হতদরিদ্র ও বিধবাদের নগদ অর্থ প্রদান।
৪। ঈদুল ফিতরের আগে এতিম, প্রতিবন্ধী ও পথশিশুদের মাঝে উন্নতমানের ঈদের নতুন পোশাক বিতরণ ।
৫। সংগঠনের সকল সেচ্ছাসেবক, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার অনুষ্ঠান।
৬। এছাড়াও রক্তদানসহ সংগঠনের অন্যান্য সকল কার্যক্রম চলমান থাকবে ।
এমতাবস্থায় সংগঠনের সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বে আরো সক্রিয় হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ইনশাআল্লাহ প্রতিবছরের মত আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা,
শুভকামনা ও ভালোবাসা থাকলে আমরা প্রতিবছরের মত এই মহতী উদ্যোগে সফল হতে পারবো।
অনুরোধক্রমে ও সার্বিক যোগাযোগঃ আসাদুজ্জামান লিটন As Liton ভাই, প্রধান উপদেষ্টা, আমঝুপি শিশু-কিশোর সংগঠন, মেহেরপুর। মোবাইল- ০১৯১৯-১০৪৫৩২…!