Home » বিষাদ সিন্ধু’র কান্না ভরা ছলো ছলো চোখ তাকিয়ে আছে স্ত্রী

বিষাদ সিন্ধু’র কান্না ভরা ছলো ছলো চোখ তাকিয়ে আছে স্ত্রী

কর্তৃক xVS2UqarHx07
461 ভিউজ

আমঝুপি অফিস:

বিষাদ সিন্ধু’র কান্না ভরা ছলো ছলো চোখ তাকিয়ে আছে স্ত্রী,
অপরাধের চিহ্ন আঁকা কপালের ফের এ পড়া,
মায়ের হাত টি ধরে ৪ বছরের শিশু
অবুঝ বালকের নিস্পাপ আর্তনাদ,
মা গো বাবার কাছে যাবো।
দু-হাত খানেক দূরে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে পিতা,
কাছে যাবার যে নাই উপায়।
লৌহ ডোর মানুষের দেওয়াল ভেঙে সেখানে যাওয়ায় যে মুশকিল।

বিবেকহীন পিতা বুঝেনা সেই হাহাকার,
মান যায় কি? তার,এতটুকুতেই।
ধিক্কার ওঠে সমাজ থেকে,
তিরস্কারের কষাঘাতের চড়াক চাবুক।
আহ আহ্লাদ!

ছোট বাবুটার কোলে ওঠার সে কি আকুতি!
মায়ের মুখ চেপে ধরা অবুঝ বাবুটার জানা নাই,
এখন এই আবদার টুকুও অপরাধ যোগ্য।
উচ্ছাসিত আবেগে ওঠা যাবে না বাবার কোলে।

নেশা তোমাকে করেছে মাতাল,
তুই বেয়াদব বুঝবি কি করে??
তোর ছেলে হবার পরিচয়ের তকমা কত বড়?? পাহাড় সম বোঝা?
তোর স্বামীর পরিচয়ে নিচু মাথা স্ত্রীর অসহনীয় অসামাজিক বয়কট মহিলা।
এর চেয়ে যে ঢের ভাল বাজারে পতিতা মহিলা।
সমাজপতির পা ধরে ঠাঁই বসে থাকা ছেলেটার অসম্ভব ভাল পিতার চোখের কোনে অন্ধকার ধোঁয়াসার ভাপসা ছাপ।

চোখের কোনে পানি গড়িয়ে পড়ার চিহ্ন।
কি করে বুঝবে নেশাগ্রস্থ-মাদকাসক্ত সন্তান??
তুই তো বেয়াদব,
আজ ছাড়া পেলেই যে দোষ ছেড়ে বাঁচবি।
পিতা মাতার হৃদয়ের রক্তক্ষরণ, কান্নার কারণ
ও সমাজের চোখে মাথা নিচু, ঘৃণ-পিতার
তিরস্কার হবার কারণ হইবি তুই
এই বোধ হয়তো হারিয়েছিস অনেক আগেই।

সমাজ পতির সাহসী প্রজ্ঞা,
দূর হোক সমাজ থেকে মাদকের কালো থাবা
একাই কি পারবেন তিনি আমল পরিবর্তন করতে ??
যেখানে,সমাজ টা ই হয় যদি পচা…
অনিশ্চিত ভবিষ্যতের কালো মেঘের ঘোনাঘটার আভাস
যেন আমাদের কে ডেকে বলছে
এখনও হয়তো সময় আছে,
আমরা যদি না, মন্দের সাগর পরিষ্কার করে
গোলাপের জল ঢালি
ভয়াবহ মাদকের ভয়াল থাবার ঢাল তৈরির সময় যে এখনই
জাগো মানুষ জাগো,আর ঘুমিয়ে থেকো না
দুর্গন্ধময় সমাজ টা কে সুগন্ধি আনতে, নিজেকে বাঁচাতে,পরিবার বাঁচতে, রাষ্ট্র বাঁচাতে তুমি জাগো,
জাগো রাষ্ট্র যন্ত্র তুমি জাগো
আর একবার না হয়
দলমত নির্বিশেষে মাদক নির্মূলের যুদ্ধে নামো। এ এস (লিটন)

০ মন্তব্য

You may also like

মতামত দিন