আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে ভুট্টা বোঝাই ট্রলি উল্টে চালকসহ ২জন আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সদর উপজেলার হিজুলী থেকে ভুট্টা বোঝাই একটি পাওয়ার ট্রলি হিজুলী থেকে চুয়াডাঙ্গা যাবার উদ্দেশ্যে রওনা দেয়। পাওয়ার ট্রলিটি হিজুলি সড়ক থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে উঠার পূর্ব মুহূর্তে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভুট্টা বোঝাই পাওয়ার ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালকসহ দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।