Home » গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে পুকুর দখলে ব্যর্থ হয়ে মৎস্য চাষিকে হয়রানীর অভিযোগ

গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে পুকুর দখলে ব্যর্থ হয়ে মৎস্য চাষিকে হয়রানীর অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
213 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে পুকুর দখলে ব্যর্থ হয়ে মৎস্য চাষিকে হয়রানীর অভিযোগ উঠেছে।

গত কয়েকদিনে গাংনী থানাসহ বিভিন্ন মহলে নানা রকম অসত্য তথ্য সরবারহ করে তাদেরকে হয়রানী করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য চাষি পরিবার।
জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের গাছলা পাড়া এলাকায় কিয়ামুদ্দীনের ছেলে আব্দুল্লাহর পুকুর দখলে নেওয়ার চেষ্টা করে একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম বিভিন্ন দেনদায়ে থাকায় জমি দখল ও হয়রানীতে কাজে লাগাচ্ছে মনিরা খাতুনকে।

মৎস্য চাষি আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মনিরার স্বামী গাছলাপাড়ায় আমার ক্রয়কৃত জমির পাশে একসময়ে কিছু জমি লিজ নেয়। পরর্বতীতে ওই লিজের টাকা বেশ কয়েক বার পরিসোধ না করে জমি দখলে রাখে। পরে উক্ত জমির মালিকগণ জমিগুলো ছাড়িয়ে আমাকে লিজ দেয়। আমার যেহেতু নিজের জমি আছে পাশপাশি আরও কিছু জমি লিজ পেয়ে নিজ অর্থ দিয়ে অর্থয়নে পুকুর খনন করে মাছ চাষ শুরু করি।

কিন্তু হঠাত মনিরা খাতুন ওই জমির দাবি করছে। এবং হুমকি দিয়ে জমি তাকে বুঝিয়ে না দেওয়া হলে শারীরিক, মানুষিক, হামলা, চুরি এমনকি নারী নির্যাতনের মামলাও দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে। যেেেকান মূল্যে ওই জমি কেড়ে নেবে বলে বিভিন্ন মহলে জানিয়েছেন মনিরা। কিন্তু বিপুল পরিমাণ অর্থ খরচ করে নিজের জমিসহ ওই জমিগুলো লিজ নিয়ে মাছের চাষ করছি আমি। ফলে এখন এই জমি আমার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান আব্দুল্লাহ। এদিকে তিনি আরও জানান, মনিরার স্বামী বিভিন্ন লোকের নিকট থেকে অনেক টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে বর্তমান এলাকা ছাড়া।

মুরগির ফার্মের শেয়ার বাবদ গাড়াডোব পুকুর পাড়ার গোলজার হোসেনের ছেলে সারোয়ার নিকট থেকে ১২ লক্ষ টাকা নেয়, গাড়াডোব গাছলা পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মরজেম হোসেনের নিকট থেকে দের লক্ষ, একই পাড়ার আব্দুস সালামের ছেলে সেলিমের ৫০ হাজার, পুকুর পাড়ার আবুর ছেলে রাশি নিকট থেকে ৮০ হাজার টাকা,একই গ্রামের আব্দুল করিমসহ বিভিন্ন লোকের নিকট থেকে কাউকে জমি লিজের কথা বলে বা কাউকে নানা প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে এলাকা ছাড়া রয়েছেন রাশিদুল। মাঝে মাঝে গোপনে বাড়িতে আসলেও প্রকাশ্যে দেখা মেলে না তার।

এদিকে এঘটনায় মাছ চাষি আব্দুল্লাহ নিজেকে নানা ষড়যন্ত্র থেকে বাচাতে ও হামলা, মামলা থেকে বাচতে গত ০৪-০৪-২২ ইং তারিখে আদালতের একটি মামলা দায়ের করেন । যেটা বর্তমান চলমান। আদালত এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে উক্ত পুকুরটিতে ১৪৫ ধারা জারি করেছেন। যার মামলা নং-১৮৬/২২ মেহেরপুর আদালত। পাশাপাশি এঘটনায় নিরাপত্তা চেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন ভুক্তভোগী মাছ চাষি আব্দুল্লাহ। গাংনী থানার জিডি নং-৩৬৪ তাং-০৯-০৪-২২ইং।
এবিষয়ে বক্তব্য নিতে রাশিদুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন