Home » মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত ১জন

মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত ১জন

কর্তৃক xVS2UqarHx07
279 ভিউজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ইউনুস আলী:

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগরের গ্রামের আসলিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মানিকনগর গ্রামের নিজাম মলের স্ত্রী। তবে হাসপাতালের চিকিৎসক জানান- ডায়রিয়ার পাশাপাশি তিনি জটিল কিডনি রোগে ভুগছিলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোকলেছুর রহমান জানান, আসলিমা খাতুন নামের ওই রোগী শুক্রবার রাত পৌনে ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তিনি এর আগে একদিন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তিনি জটিল কিডনি রোগে ভুগছিলেন। একই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হলে পানি শুন্যতার কারণে প্রসাব আটকে যায়।
আমাদের এখানে কয়েকঘণ্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন