Home » মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভায়ের মারামারিতে ৩ জন আহত হয়েছে

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভায়ের মারামারিতে ৩ জন আহত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
205 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভায়ের মারামারিতে জিল্লুর রহমান, সাইদুল ইসলাম ও শারমিন নামের ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বালির মাঠ রাধিকানগর গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান ও সাইদুল ইসলাম বালির মাঠ রাধিকা নগর গ্রামের সেনের আলীর ছেলে। এবং শারমিন আব্দুল খালেকের স্ত্রী।

জানাগেছে পৈত্রিক সম্পত্তি নিয়ে জিল্লুর রহমান ও তার ভাই সাইদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় মারামারিতে লিপ্ত হলে ওই ৩জন আহত হন। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয়পক্ষ মেহেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন