আজকের মেহেরপুর ডেস্ক:
মাথায় হেলমেট না থাকার কারণে ৯ জন মোটর সাইকেল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং গোলাম রাব্বানীর নেতৃত্বে মেহেরপুর কলেজ মোড় এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে আদালত বসানো হয়।
এসময় অর্ধ-শতাধিক গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়। মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকার কারণে মোটরযান আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারাই ৯ জন মোটর সাইকেল মালিকের নিকট থেকে ৬ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান,মেহেরপুর শহর সারাদেশে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কল্পে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই অভিযান।