Home » গাংনী উপজেলায় মধ্যেরাতে অপকর্মে গিয়ে মেম্বারের ভাই রশি বন্দি

গাংনী উপজেলায় মধ্যেরাতে অপকর্মে গিয়ে মেম্বারের ভাই রশি বন্দি

কর্তৃক xVS2UqarHx07
282 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর ইউনিয়নের কাজিপুর গ্রামের মধ্য পাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় (৮ই মে) রোববার মধ্যে রাতে অপকর্মে গিয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) খবির উদ্দীনের সহোদর মখলেছুর রহমান স্থানীয়দের হাতে আটক হয় এবং তাকে রশি বন্দী করে রাখে স্থানীয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর গ্রামের হুরমত আলীর বসতঘরে মধ্যেরাতে একই গ্রামের মখলেছুর রহমান মধ্যেরাতে ঢুকে৷ হুরমত আলী এবং তার স্ত্রী চোর সন্দেহ করে চিৎকার দিলে স্থানীয় মানুষজন তাকে ধরে রাখে। মখলেছুর রহমান আটক অবস্থায় স্বীকার করে চুরির উদ্দেশ্য নয় অপকর্মের উদ্দেশ্য হুরমত আলীর বসতঘরে প্রবেশ করে।

হুরমত আলী জানান, তার প্রতিবেশী সাবেক মেম্বার খবির উদ্দীনের সহোদর ভাই মখলেছুর রহমান তার বসতঘরে জোর পূর্বক ভাবে অপকর্ম করার উদ্দেশ্য নিয়ে স্বল্প নিরাপত্তা বেষ্টিত ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় মানুষের সাড়াশব্দ পেয়ে জেগে উঠে তার স্ত্রী চোর সন্দেহে চিৎকার দিলে মখলেছুর রহমান পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টা করলেও তাকে সবাই মিলে ধরে আটকে রাখে। এবং আটক অবস্থায় মখলেছুর রহমান অপকর্মের অসৎ উদ্দেশ্যর কথা স্বীকার করে। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে মখলেছুর রহমানের ভাই সাবেক মেম্বার খবির উদ্দীন তাকে জোরপূর্বক নিয়ে যায়।

এ বিষয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য ও অভিযুক্তের ভাই খবির উদ্দীন জানান, আমার ভাই মাঠে ঘাস পাহাড়া দিতে গিয়েছিল। হুরমত আলীর বাড়ির পাশের পথ দিয়ে আসছিল। হুরমত আলীরা কই ভাই সন্দেহ করে আটকে রাখে। পরবর্তীতে আমি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা কিংবা কোন গ্রাম্য শালিস হবে কিনা আমার জানা নেই।

কাজিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ফুলচাঁদ আলী জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি। ঘটনাটি এখনো আইনী প্রক্রিয়ায় যায়নি। মান সম্মানের কথা উল্লেখ করে গ্রাম্য সালিসের মাধ্যমে নিরসনের জন্য সাবেক মেম্বার খবির উদ্দীন অনুরোধ করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইনের সাথে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন