Home » গাংনী উপজেলায় প্রকাশ্য দিবালোকে আপন বড় ভাইকে হত্যার চেষ্টা

গাংনী উপজেলায় প্রকাশ্য দিবালোকে আপন বড় ভাইকে হত্যার চেষ্টা

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে দিবালোকে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আপন ছোট ভাই।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার বাওট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জনান, বাওট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামাল হোসেন ও আলমগীর হোসেনের পরিবারের মধ্য বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাওট বাজরে দুই ভায়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই আলমগীর হোসেন বড় ভাই জামাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে জামাল হোসেনের শরীরের বিভিন্ন অংশ মারাত্বক জখম হয়।

পরে স্থানীয়রা আহত জামাল উদ্দীনকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য নিয়ামত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত জামাল উদ্দীনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত জামাল হোসেনের অবস্থা আশংকা জনক হওয়া ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

এমন ঘটনা জানেন না বলে জানান গাংনী থানার ওসি আঃ রাজ্জাক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন