নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাপস আলী (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তাপস বাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, যুবক তাপস শুক্রবার দুপুরের দিকে গ্রামের ভিটের মাঠে আমগাছের ঢালে উঠে আম পাড়ছিলেন।
এসময় আকস্মিক ভাবে ঢাল ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। মাঠের লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত ডাক্তার তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।