Home » মেহেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম, লালন পালন নিয়ে পিতার সঙ্কা

মেহেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম, লালন পালন নিয়ে পিতার সঙ্কা

কর্তৃক xVS2UqarHx07
232 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরে এক সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আখি খাতুন নামের এক প্রসূতি। এ ঘটনায় আখির পরিবারের সবাই খুশি হলেও লালন পালন নিয়ে সঙ্কা প্রকাশ করেছেন ওই তিন সন্তানের বাবা।
গাংনী উপজেলার বাওট গ্রামের ইলেক্ট্রনিক মিস্ত্রী রঞ্জু আহমেদ। খুব স্বল্প আয়ে কোন রকমে চলে তার সংসার। জান্নাতুল মাওয়া (৭) নামের তার একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী আখি খাতুন এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ইতোমধ্যেই বাসায় ফিরেছেন তারা। বর্তমানে প্রসূতি মা ও তার সন্তানরা সবাই সুস্থ আছেন।

ওই তিন পুত্র সন্তানের বাবা ইলেক্ট্রনিক মিস্ত্রী রন্জু আহমেদ জানান, আল্লাহ আমার ঘরে এক সাথে তিনটি পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহর রহমতে আমার স্ত্রী ও সন্তানরা সবাই সুস্থ্য আছে। আমিসহ আমার পরিবারের সবাই খুব খুশি। কিন্তু আমার ছোট একটি ইলেক্ট্রনিক মেকারের দোকান আছে। খুব অল্প পরিমানে উপার্জন করি যা দিয়ে কোন রকমে সংসার চলে যায়। আবারো এক সাথে তিনটা নতুন মুখ। তাদেরকে ঠিক মত লালন পালন করতে পারব কিনা এ নিয়ে খুব দুঃচিন্তায় আছি।

ইউপি সদস্য নিয়ামত আলী জানান, রন্জু খুব গরীব মানুষ। তার সন্তানদের সঠিক ভাবে লালন পালন করতে সবাইকে তার পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

রন্জুর সন্তানের ঠিক মত লালন পালন করতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন