আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ছাগলের এক্সিভিশন মেলা।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শারমীন আক্তার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ। মেলায় বিভিন্ন এলাকা থেকে ছাগল প্রদর্শন করা হয়।