Home » আগামী ১৫ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশের বিশেষ অভিযান

আগামী ১৫ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশের বিশেষ অভিযান

কর্তৃক xVS2UqarHx07
176 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

আগামী ১৫ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে নির্বাচণী প্রচারণা। প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি।নির্বাচন উপলক্ষে শুরু হতে পারে সহিংসতা উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশ নির্বাচনী সহিংসতা রোধে অভিযান শুরু করেছে।প্রতিদিন মেহেরপুর শহরসহ যে সমস্ত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ইউনিয়নের এলাকাগুলোতে মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার মেহেরপুর শহরের কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল প্রাইভেটকার ইজিবাইকসহ সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করেন তারা।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ চাহা দারা খান বলেন, আগামী ১৫ ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নিরাপত্তায় মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশে আমরা মেহেরপুরের বিভিন্ন পয়েন্টে গাড়ি তল্লাশীর সহ বিভিন্ন রকমের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো বলেন, মোটরসাইকেল প্রাইভেটকার ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।কোনো নাশকতাকারী বা কোন দুষ্কৃতিকারী যাতে কোনরকম নাশকতা সৃষ্টি করতে না পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।এই অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ইন্সট্রাক্টর জুলফিকার আলী, ইন্সপেক্টর শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, সার্জেন্ট আলামিন, এসআই আবুল হাশেম সহ সঙ্গীয় ফোর্স।

০ মন্তব্য

You may also like

মতামত দিন